সিএমপির খুলশী থানার অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন। ছবি: সিএমপি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নগরীর খুলশী থানাধীন আমবাগান ক্যান্টিন গেট পাকা রাস্তার ওপর ভুক্তভোগী আবদুর রহমান ওরফে সুজনের বন্ধু রাশেদুল আলম ইমনের সঙ্গে বিবাদীদের বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে হাতাহাতির একপর্যায়ে বিবাদী মো. হাবীর হোসেন মুন্না ভুক্তভোগী আবদুর রহমান ওরফে সুজনকে বুকের নিচে ডান পাশে ছুরিকাঘাত করেন এবং পলাতক অপর বিবাদী ভিকটিম মো. রহাদ আলী জিসানকে কোমরের ওপরে বাম পাশে ছুরিকাঘাত করেন।
ভুক্তভোগীদ্বয়কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুর রহমান ওরফে সুজনকে মৃত ঘোষণা করেন। অপর ভুক্তভোগী মো. ফরহাদ আলী জিসান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ ঘটনায় জড়িত মো. হাবীব হোসেন মুদ্রা, মো. রাকিব হাসান, মো. সজিব, মো. হৃদয় ও সংঘাতে জড়িত অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়।