চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) নগরীর খুলশী থানাধীন ঝাউতলা এলাকা থেকে আসামি সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালি থানার এএসআই সাইফুল আলম জানান, নারী ও শিশু নির্যাতন মামলায় আসামির ৫ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা হয়েছিল। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।