চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কর্ণফুলী থানার অভিযানে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৯ নভেম্বর) জেলার আনোয়ারা থানাধীন চৌমুহনী এলাকা থেকে আসামি মো. সেলিমকে গ্রেপ্তার করা হয়।
কর্ণফুলী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সোহেল রানা জানান, একটি মামলায় দুই বছরের সাজা হয়েছিল সেলিমের। তাঁর বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আদালত পরোয়ানা জারি করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।