স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজন করা হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতার।
নগরীর শিল্পকলা একাডেমিতে শুক্রবার এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও কমিউনিটি পুলিশিং, চট্টগ্রাম মহানগরের প্রধান উপদেষ্টা সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম।
প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।