জঙ্গি ও সন্ত্রাস দমন, বিস্ফোরক দ্রব্য শনাক্ত এবং মাদকদ্রব্য চিহ্নিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটে যুক্ত হয়েছে একটি বিশেষায়িত ডগ স্কোয়াড। এরই মধ্যে নতুন এ স্কোয়াডের চূড়ান্ত প্রশিক্ষণ শেষ হয়েছে।
নগরের মনসুরাবাদ পুলিশ লাইনসে রোববার আনুষ্ঠানিক মহড়ার মধ্য দিয়ে এই ডগ স্কোয়াড উদ্বোধন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সন্ত্রাস ও জঙ্গি দমনে শহীদ পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করেন। তিনি বলেন, সিএমপিতে ডগ স্কোয়াড সংযোজনের মাধ্যমে সিএমপির অপরাধ দমন সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পেল।