মানিকগঞ্জ সিংগাইর থানার পুলিশ অভিযান চালিয়ে এক ডাকাতির মামলার দুই আসামিকে লুণ্ঠিত মালপত্রসহ গ্রেপ্তার করেছে।
১ জুন সকাল ৭টার দিকে সিংগাইর থানার জামশা আমতলা এলাকার বাঁধন ফিলিং স্টেশনের সামনে
এজাহারনামীয় ৬ জন আসামিসহ অজ্ঞাতনামা ২-৩ জন ঢাকার দোহারের জয়পাড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী সুমন হালদার (৩৮) ও তাঁর দুই কর্মচারীকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা থামান। এরপর তাঁরা র্যাব সদস্যের ভুয়া আইডি কার্ড প্রদর্শন করে সুমন হালদার, তাঁর দুই কর্মচারী ও সিএনজিচালককে মারধর করেন। একপর্যায়ে সুমন হালদারকে ধারালো চাকু দিয়ে খুন করার ভয় দেখিয়ে চোখ-হাত বেঁধে ডাকাতির কাজে ব্যবহৃত ঢাকা মে হাইএস গাড়িতে উঠিয়ে ৯৫ ভরি স্বর্ণালংকার ও স্বর্ণের পাত এবং ২টি মোবাইল ফোন লুট করে নিয়ে যান। লুন্ঠিত মালপত্রের আনুমানিক মূল্য ৯৮ লাখ ৪৫ হাজার ৭০০ টাকা।
পরে স্বর্ণ ব্যবসায়ীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় দক্ষিণ জামশা বাজার মসজিদের সামনে থেকে লোকজন হাইএস গাড়িটিসহ তিন ডাকাতকে আটক করে এবং বাদীকেসহ কর্মচারীদের উদ্ধার করে। মোটরসাইকেলে থাকা অন্য ডাকাতেরা লুন্ঠিত স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যান। এরপর পাশের গোলাইডাঙ্গা বাজার থেকে ৪ নং ডাকাতকে আটক করা হয়। থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের হেফাজতে নেওয়াসহ গাড়ি, দুটি ভুয়া পরিচয়পত্র জব্দ করে।
স্বর্ণ ব্যবসায়ী ভিকটিম সুমন হালদার বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলা দায়ের হয়।
গ্রেপ্তার ডাকাতেরা হলেন সিদ্দিক শেখ (৫০) ও শাহ আলম মিয়া (৪৮)।
গ্রেপ্তার ডাকাতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।