পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে নৌ পুলিশ।
কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ি বুধবার এসব অভিযান চালায়।
ফাঁড়ির ইনচার্জ সঙ্গীয় অফিসার, ফোর্সসহ অভিযান চালিয়ে আনুমানিক দেড় লাখ মিটার অবৈধ (কারেন্ট ও সুতা) জাল জব্দ করেন। এসব জালের আনুমানিক মূল্য সাড়ে ৫২ লাখ টাকা।
উদ্ধার করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।