সার্বিয়ায় আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ মে) রাজধানী বেলগ্রেডের প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণের একটি শহরের কাছে এই হামলা হয়। খবর এএফপির।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, হামলাকারী এখনো পালিয়ে আছেন। তাঁকে ধরতে পুলিশ রাস্তায় অবরোধ বসিয়েছে।
এর আগে গত বুধবার (৩ মে) বেলগ্রেডের এক স্কুলে ১৩ বছর বয়সী এক কিশোরের গুলিতে ৯ জন নিহত ও সাতজন আহত হন। পরে হামলাকারীকে আটক করা হয়।