দায়িত্ব পালনকালে সাহসী ভূমিকা পালন করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) নারী সার্জেন্ট রেকসোনাকে অভিনন্দন পত্র পাঠিয়েছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী আইজিপি ড. বেনজীর আহমেদের (বিপিএম, বার) স্ত্রী জীশান মীর্জা। পুনাকের সভানেত্রী হিসেবে তিনি এ অভিনন্দনপত্র পাঠিয়েছেন।
আজ শুক্রবার দুপুরে পুনাক সভানেত্রীর পক্ষে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মো. মাসুদুর রহমান ভূঞা অভিনন্দনপত্রটি সার্জেন্ট রেকসোনার হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মোহাম্মদ তাজুল ইসলাম।
অভিনন্দনপত্রে পুনাক সভানেত্রী উল্লেখ করেন, দায়িত্ব পালনকালে আপনি পেশাদারিত্বের যে অনন্য উদাহরণ সৃষ্টি করলেন, তা শুধু বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্যই নয়, দেশের নারী সমাজের কাছেও অনুসরণীয় ও অনুকরণীয় এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় খুলনা মহানগরীর খলিশপুর থানাধীন বয়রা কলেজ মোড় এলাকায় সন্ত্রাসীরা স্থানীয় এক যুবলীগ নেতাকে লক্ষ করে ককটেল নিক্ষেপ ও গুলি করে মোটরসাইকেলে করে পলানোর চেষ্টা করে। এ সময়ে আসামীদের আটক করার জন্য বেতার যন্ত্রের মাধ্যমে কর্তব্যরত পুলিশ সার্জেন্ট রেকসোনা বার্তা প্রেরণ করে গতিরোধ করার জন্য অনুরোধ করেন। পরে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যদের সহায়তায় খালিশপুর থানার অফিসার ইনচার্জসহ তার টীমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি পিস্তল, ১১টি গুলি এবং একটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করে।