উইন্ডসরে নিজের প্লাটিনাম জয়ন্তীর উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ।
অসুস্থতা ও বার্ধক্যের কারণে প্রায় ৬০ বছরের মধ্যে এই প্রথমবার স্বাস্থ্যগত কারণে ব্রিটিশ পার্লামেন্ট উদ্বোধন করতে না পেরে দিনকয়েক পরই তিনি প্লাটিনাম জয়ন্তীতে যোগ দিলেন। খবর বাসসের।
৯৬ বছর বয়সী রানি লন্ডনের পশ্চিমে তাঁর উইন্ডসর ক্যাসেলের বাড়ির কাছে ‘এ গ্যালপ থ্রু হিস্ট্রি’ শোটি উপভোগ করার জন্য রাজকীয় আসনে বসতে, হেঁটে যাওয়ার পথে লাঠি ব্যবহার করেছিলেন।
হলিউড অভিনেতা টম ক্রুজ এবং হেলেন মিরেনের নেতৃত্বে অশ্বারোহী তারকা-সজ্জিত অনুষ্ঠানস্থলে শ্রোতারা রানিকে দাঁড়িয়ে অভিনন্দন জানান।