গাজীপুর রিজিওনের সাভার হাইওয়ে থানা-পুলিশ অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ একটি বাসের চালককে আটক করেছে। জব্দ করেছে যাত্রীবাহী বাসটি।
জানা গেছে, আজ ২৩ নভেম্বর বেলা সাড়ে ১১টার সময় সাভার হাইওয়ে থানার এস আই বাবুল আকতারের নেতৃত্বে একটি টিম ঢাকা-আরিচা মহাসড়কে দিবাকালীন মোবাইল ডিউটি করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে টাঙ্গাইলগামী আমেরিকান পরিবহনের বাস (রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ব-১২-১৩৪৩) থামানো হয়। এরপর তল্লাশি চালিয়ে চালক জাহাঙ্গীর আলমের (৩০) সিটের কাছে থাকা ব্যাগ থেকে ২৫টি নীল রঙের প্যাকেটের মধ্যে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবা, বাস ও বাসচালক সাভার হাইওয়ে থানা হেফাজতে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।