সাবেক অতিরিক্ত ডিআইজি আবুল হাশেমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. ময়নুল ইসলাম এনডিসি। ছবি : বাংলাদেশ পুলিশ

পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের (৮৩) জানাজায় অংশ নিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. ময়নুল ইসলাম এনডিসি।

রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে সাবেক অতিরিক্ত ডিআইজি আবুল হাশেমের জানাজা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলাদেশ পুলিশ

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত জানাজায় অংশ নিয়েছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এবং মরহুমের স্বজনরা।

জানাজা শেষে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আইজিপি মো. ময়নুল ইসলাম এনডিসি। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি এবং বাংলাদেশ রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে গার্ড অব অনার দেয়।

সাবেক অতিরিক্ত ডিআইজি আবুল হাশেমকে গার্ড অব অনার দেয় পুলিশ। ছবি : বাংলাদেশ পুলিশ

সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম ১৯৪৩ সালে বৃহত্তর ময়মনসিংহের নান্দাইল থানাধীন নারায়ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন। তিনি ১৯৭৩ সালে বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।
সাবেক অতিরিক্ত ডিআইজি আবুল হাশেমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান পিপিএম, এনডিসি। ছবি : বাংলাদেশ পুলিশ

চাকরি জীবনে তিনি সহকারী পুলিশ সুপার হিসেবে বান্দরবান জেলার লামা সার্কেল এবং অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বগুড়া জেলা ও মুক্তাগাছা ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। এ ছাড়া শেরপুর, পঞ্চগড়, নীলফামারী, মুন্সিগঞ্জ, খাগড়াছড়ি ও রাজশাহী জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে অতিরিক্ত ডিআইজি হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনী থেকে অবসর নেন তিনি।
সাবেক অতিরিক্ত ডিআইজি আবুল হাশেমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিটায়ার্ড পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। ছবি : বাংলাদেশ পুলিশ

উল্লেখ্য, সাবেক অতিরিক্ত ডিআইজি বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর কাঁঠালবাগানের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।