পুলিশি হেফাজতে পাথরবোঝাই ট্রলি। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটের কোম্পানীগঞ্জ থানা-পুলিশের অভিযানে সাদা পাথরবোঝাই ১০টি ট্রলি জব্দ করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কোম্পানীগঞ্জ থানাধীন পূর্ব ইসলামপুর ইউনিয়নের দয়ারবাজার এলাকা থেকে এসব পাথর ও ট্রলি জব্দ করা হয়।

কোম্পানীগঞ্জ থানার মিডিয়া কর্মকর্তা মাসুদ আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলি রেখেই পালিয়ে যান আসামিরা। পরে ট্রলিতে তল্লাশি চালিয়ে জব্দ করা হয় সাদা পাথর।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।