চট্টগ্রামের সাতকানিয়া থানা-পুলিশের অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ বা আইসসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই সময় বিপজ্জনক মাদকটি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।
সাতকানিয়া থানা-পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সোয়া ২টার দিকে কেওচিয়া ইউনিয়নের তেমুহনী এলাকায় অভিযান চালায়। ওই সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২ কেজি ক্রিস্টাল মেথসহ ফয়সাল আহমেদ (৩৬) ও জাহিদ আলমকে (২২) গ্রেপ্তার করা হয়।
এ দুজনের নামে সাতকানিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।