নোয়াখালীর কবিরহাট থানা-পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কবিরহাট থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. কামাল উদ্দিনের বাড়ি কবিরহাট থানা এলাকায়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া জানান, একটি মামলায় আসামি কামালকে ১ বছরের কারাদণ্ড ও ৪০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।