চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার বুধবারের অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
চান্দগাঁও থানার এএসআই (নিরস্ত্র) শাহ আলম সঙ্গীয় অফিসারসহ ৮ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মনিনুল হক ওরফে মো. রুবেলকে হাটহাজারী থানাধীন বুড়িশ্বর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।
অন্যদিকে এসআই (নিরস্ত্র) সুমিত বড়ুয়া সঙ্গীয় অফিসারসহ ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. সেলিম উদ্দিন রাসেলকে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেন।