পুলিশি হেফাজতে আসামিরা। ছবি : বাংলাদেশ পুলিশ

সিলেটের গোলাপগঞ্জ থানা-পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামি এবং পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ মার্চ) গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

সাজাপ্রাপ্ত আসামির নাম সোহেল আহমদ। পরোয়ানাভুক্ত আসামিরা হলেন লিটন আহমদ, আব্দুল আহাদ, আব্দুল মুমিন কালা ও হুশিয়ার আলী। তাঁদের প্রত্যেকের বাড়ি গোলাপগঞ্জ থানা এলাকায়।

গোলাপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ সারথী দাস জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।