সিলেটের ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (অস্থায়ী হেডকোয়ার্টার্স, খাগড়াছড়ি) সদস্যরা খাগড়াছড়ি সদর থানার জিআর সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে স্থানীয়দের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তা হালনাগাদ করেছেন।
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সহ-অধিনায়ক পুলিশ সুপার কাজী আব্দুর রহীমের নেতৃত্বে বুধবার (৩০ আগস্ট) বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে সাজা ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে ব্যাটালিয়নের অপস অ্যান্ড ইন্টেলিজেন্স উইং এ অভিযান পরিচালনা করে।
পলাতক আসামিরা হলেন খাগড়াছড়ি সদরের অনন্ত মাস্টারপাড়ার মৃত আবুল খায়েরের ছেলে ইব্রাহিম, একই এলাকার বিদ্যাদেব চাকমার ছেলে সজিব চাকমা এবং জামে মসজিদ গলির মৃত ফজলু খানের ছেলে ইউসুফ খান ওরফে আব্দুর রব।