সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার সদস্যরা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছেন।
বুধবার (৫ জুলাই) জালালাবাদ থানাধীন শিবের বাজারের উমাইরগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. আমির আলীর (৪২) বাড়ি জালালাবাদ থানা এলাকায়।
জালালাবাদ থানার ওসি (তদন্ত) আবু খালেদ মামুন জানান, গ্রেপ্তার আমির দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।