রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানার অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত রোববার (২৩ জুন) রাতে নগরীর মতিহার থানাধীন চরশ্যামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. ডিটলের বাড়ি রাজশাহী নগরীর মতিহার থানা এলাকায়।
মতিহার থানার ওসি শেখ মো. মোবারক পারভেজ জানান, ২০১৮ সালের ডিসেম্বরে ইয়াবাসহ গ্রেপ্তারের পর আসামি ডিটলের বিরুদ্ধে মতিহার থানায় মামলা করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে ছয় মাসের সাজা দেন। এরপর থেকে পলাতক ছিলেন ডিটল। রোববার গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।