বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানার সদস্যরা অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে।
শনিবার (২৪ জুন) রাতে নগরীর কোতোয়ালি থানাধীন ত্রিশ গোডাউন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. রেজভী হোসেন রানার বাড়ি নগরীর এয়ারপোর্ট থানা এলাকায়।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে ৫টি সাজা ও ১১টি গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।