চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চকবাজার থানার অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২ জানুয়ারি) নগরীর কোতোয়ালি থানাধীন লালদিঘীর পাড় এলাকা থেকে আসামি জিয়াউল হককে গ্রেপ্তার করা হয়।
চকবাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ রুকন উদ্দিন জানান, একটি মামলায় আসামি জিয়াউলের এক বছর কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা হয়েছিল। আদালতের পরোয়ানা পেয়ে তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।