ঢাকা রেঞ্জকিশোরগঞ্জ জেলাক্রাইম নিউজসাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার বাজিতপুর থানার বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি - ডিসেম্বর ৩০, ২০২৩55বাজিতপুর থানা-পুলিশের অভিযানে গ্রেপ্তার আসামি। ছবি: পুলিশ নিউজকিশোরগঞ্জের বাজিতপুর থানা-পুলিশের অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।বাজিতপুর থানাধীন উছমানপুর এলাকা থেকে শনিবার বেলা ১১টার দিকে সমরাজ ইরামিনকে (২৫) গ্রেপ্তার করা হয়।আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।