করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তাঁর স্ত্রী সেলিনা মোমেনও করোনায় আক্রান্ত। খবর বিডিনিউজ টোয়েন্টিফোরের।
আজ সোমবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, পররাষ্ট্রমন্ত্রীর কোভিড-১৯ এর পরীক্ষার রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে। তবে উল্লেখযোগ্য কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, তিনি বাসায় আইসোলেশনে আছেন। পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এর আগে ২০২০ সালে নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তখন নাইজারে অনুষ্ঠিত ওআইসি সম্মেলনে অংশ নেওয়া বাতিল করেন তিনি।