জামালপুরের সরিষাবাড়ী থানা-পুলিশের অভিযানে দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া এক প্রতারককে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) সরিষাবাড়ী থানা-পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে লিটন নামের ওই প্রতারককে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সরকারি বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়রসহ বিভিন্ন ব্যবসায়ীর কাছে পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা, আর্মির মেজর, কর্নেল, দুদক কর্মকর্তা, সিআইডি অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করে আসছিলেন আসামি। অভিযোগ পেয়ে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।