কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলা ও ৩টি পৌরসভায় আজ বৃহস্পতিবার ওএমএস, টিসিবি ও খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মো. জাফর আলী, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ, পৌর মেয়র জনাব কাজিউল ইসলাম, প্রিন্ট মিডিয়ার কর্মীসহ অন্যরা।
এই কর্মসূচির আওতায় মোট ১১ হাজার ৬০০ পরিবারকে ৫ কেজি করে ওএমএস এর চাল, ১ লাখ ৪৩ হাজার ৬৬৫ জন উপকারভোগীর মাঝে ৩০ কেজি করে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ও ২ লাখ ৭৭ হাজার ৮৮০ জন কার্ডধারী পরিবারকে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
সরকারের অপ্রতিরোধ্য উন্নয়ন অভিযাত্রার অনন্য সারথী কুড়িগ্রাম জেলা পুলিশ এভাবেই কুড়িগ্রামবাসীর পাশে সদা জাগ্রত।