পুলিশি হেফাজতে আসামি। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সদরঘাট নৌ থানা-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চোরাই নৌকা ও ইলেকট্রিক মোটরসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আসামি মো. আনোয়ার হোসেনের (৪৪) বাড়ি কর্ণফুলী থানা এলাকায়। তবে অপর আসামি মো. ফুরুক (৩৫) পালিয়ে গেছেন।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক জানান, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।