ঢাকার সদরঘাট নৌ থানার সদস্যরা অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ কেজি জাটকা জব্দ করেছেন। এ সময় ৯ আসামিকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) নৌ পুলিশ জানায়, সদরঘাট টার্মিনালে কর্ণফুলী-১২ লঞ্চে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।
জব্দকৃত জাটকার আনুমানিক দাম ৪ লাখ ২৫ হাজার টাকা। পরে এসব মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে।