শ্রীলঙ্কায় চলছে চরম অর্থনৈতিক সংকট। বিক্ষুব্ধ জনতার আন্দোলনের মুখে যখন রাজপ্রাসাদ ছেড়ে পালান গোতাবায়া রাজাপাকসে, তখন দেশটির বিপক্ষে খেলছিল অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার মানুষের দুর্দশা কাছ থেকে দেখেছেন তাঁরা। তাই অর্থনৈতিকভাবে ভেঙে পড়া দেশটির পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। খবর যুগান্তরের।
শ্রীলঙ্কা সিরিজ থেকে পাওয়া ৪৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার দেশটির শিশুদের দান করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। শ্রীলঙ্কার মুদ্রায় যা ১ কোটি ১৬ লাখ ৫৬ হাজার রুপি।
বৃহস্পতিবার (১১ আগস্ট) এক টুইটে এ খবর নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, গত দশকের মধ্যে শ্রীলঙ্কার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট চলছে। এতে ভুক্তভোগী শিশু এবং তাদের পরিবারগুলোর পাশে দাঁড়াতে সহযোগিতা করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।