পুলিশি হেফাজতে আসামিরা এবং জব্দ করা গাঁজা। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫ কেজি গাঁজা ও একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন হবিগঞ্জ রোডের সুরমা ভ্যালি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আসামিরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট থানা এলাকার বলরাম রবিদাস (২৪), আল ফিকাহ (৪২) ও তাপস তৈলি (১৯)।

মৌলভীবাজার ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।