মৌলভীবাজারের সদর থানার পুলিশ শ্রীমঙ্গলে বিশেষ অভিযান চালিয়ে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামিসহ ওয়ারেন্টভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে।
গতকাল বৃহস্পতিবার রাতে সদর থানার এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করে।
অন্য দুই অভিযানে এএসআই জীবন বাগতি এবং এএসআই ইলিয়াস সোহেল ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি লিটন কান্তি দাস ও ফজলু মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।