পুলিশি হেফাজতে আসামি। ছবি : বাংলাদেশ পুলিশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে অপহৃত এক কিশোরীকে (১৩) গাজীপুরের কালিয়াকৈর থেকে উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা-পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অপহরণকারীকে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন ছাত্তার গেইট এলাকা থেকে অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি আলমগীর হোসেনের বাড়ি মৌলভীবাজার সদর থানাধীন জ্যাকান্দি গ্রামে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ভুক্তভোগীকে শ্রীমঙ্গলের বাড়ি থেকে অপহরণ করেন আলমগীর ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় মামলা করেন ভুক্তভোগীর চাচা।

তিনি আরও জানান, তদন্তের এক পর্যায়ে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে ভুক্তভোগীকে উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।