শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম-এর সভাপতিত্বে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে জুন মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ সভার শুরুতে জেলার সব পুলিশ সদস্যের বিবিধ কল্যাণ সাধনে বিগত মাসের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত কল্যাণমূলক দাবি বাস্তবায়ন পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ইনচার্জ, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য ও সিভিল স্টাফরা পুলিশ সুপারের কাছে বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা তুলে ধরেন এবং বিগত কল্যাণ সভায় উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধান করায় পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।
পুলিশ সুপার অফিসার ও ফোর্সের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা মনোযোগসহকারে শোনেন এবং সমস্যা সমাধানে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করেন। তিনি সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।