প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শেরপুর সফরে গেছেন। তাঁকে সেখানে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।
জেলা পুলিশ জানায়, শেরপুরে নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউসে উপস্থিত হলে প্রধান বিচারপতিকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার।
পরে জেলা পুলিশের পক্ষ থেকে সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল প্রধান বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজসহ জেলার বিচার বিভাগ, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।