
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে শেরপুর সদর থানা-পুলিশের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শেরপুর সদর থানা প্রাঙ্গণে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর নির্দেশনার আলোকে সদর উপজেলার ১৪০ জন গ্রাম পুলিশ সদস্যের মাঝে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ বছির আহমেদ বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে শেরপুরের পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশের মধ্যে ঈদ উপহার সামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি ও ইফতারসামগ্রী বিতরণ করেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহেল মাহমুদ পিপিএম।
অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ‘আপনারা গ্রাম পুলিশের সদস্যরা পুলিশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে থাকেন। ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ পুলিশের সাথে অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রন ও মাদক নির্মূলসহ বিভিন্নভাবে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করে আসছেন। পুলিশের সঙ্গে আপনাদের বিশেষ সম্পৃক্ত রয়েছে। এ জন্যই আমাদের জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম-এর নির্দেশনায় ঈদ উপলক্ষে আপনাদের মাঝে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার দেয়ার উদ্যোগ নেয়া হয়ছে।’