কৃষকদের মাঝে স্মার্ট কৃষি পৌঁছে দেওয়ার লক্ষ্যে শেরপুর সদর উপজেলার গাজির খামার ইউনিয়নের শালচুড়া গ্রামে কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে বোরো ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ মে) বিকেল ৪টার দিকে শেরপুর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কার্যক্রমটির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম সরজমিনে পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস।
জেলা প্রশাসন, জেলা পুলিশ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় কৃষকরা এ সময় উপস্থিত ছিলেন।