বরিশালে শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
শহীদ আবদুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে সোমবার সকাল ১০টার দিকে বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন ঢাকার ব্যবস্থাপনায় প্রতিযোগিতার উদ্বোধন হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম-বার।
ওই সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীরসহ অনেকে।