পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসন্ন এশিয়া কাপ শুরু করবে ভারত। ওই ম্যাচে ভারতই জিতবে বলে মনে করেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। এমনকি এশিয়া কাপের ১৫তম আসরেও চ্যাম্পিয়ন হবে ভারত—এমনটাই ভবিষ্যদ্বাণী পন্টিংয়ের। খবর বাসসের।
এশিয়া কাপের অন্যতম ফেভারিট দল ভারত। এশিয়া কাপের ১৪ আসরের মধ্যে সাতবার চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। সর্বশেষ দুই আসরেও চ্যাম্পিয়ন দলটি।
২০১৬ ও ২০১৮ সালের দুই আসরের ফাইনালে বাংলাদেশকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত। ২০১৬ সালে টি-টোয়েন্টি ফরম্যাটের ফাইনালে বাংলাদেশকে ৮ উইকেটে এবং ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের ফাইনালে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছিল টিম ইন্ডিয়া।
এবার হ্যাটট্রিক ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে আসর শুরু করবে ভারত।