নাটোর থানার অভিযানে শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর থানাধীন ছাতনী ইউনিয়নের মাঝদীঘা শিবপুর বাজারে আসামি মো. আমির হোসেন (৫৫) পাঁচ বছর বয়সী শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় শিশুটির মা নাটোর থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে শনিবার রাতে আসামিকে তাঁর বাড়ির পেছনের জঙ্গল থেকে গ্রেপ্তার করা হয়।