কুড়িগ্রামের নাগেশ্বরী থানা-পুলিশের তৎপরতায় আট মাস বয়সী সন্তানকে ফিরে পেয়েছেন মোছা. আছিয়া বেগম নামের এক গৃহবধূ। রোববার (১৮ আগস্ট) আছিয়ার শ্বশুরবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বছর পাঁচেক আগে নাগেশ্বরী থানা এলাকার বাসিন্দা মো. আজাদ আলীর (৩০) সঙ্গে আছিয়ার বিয়ে হয়। এরপর থেকেই পারিবারিক কলহ চলে আসছে। আট মাস আগে তাঁদের ঘরে একটি সন্তান জন্ম নেয়। তা সত্ত্বেও পারিবারিক কলহ থামেনি। সবশেষ গত শনিবার (১৭ আগস্ট) নিজের বাবার বাড়িতে চলে আসেন আছিয়া। এ সময় তাঁকে ভয়ভীতি দেখিয়ে সন্তানকে নিয়ে চলে যায় শ্বশুরবাড়ির লোকজন।
এ ঘটনায় নাগেশ্বরী থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে অভিযোগ জানান আছিয়া। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে আছিয়ার কোলে ফিরিয়ে দেয় পুলিশ। সন্তানকে ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানান তিনি।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. রুহুল আমীন জানান, আমাদের এই সেবা অব্যাহত থাকবে।