মাদারীপুরের শিবচর থানার সদস্যরা অভিযান চালিয়ে ৭২৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।
শুক্রবার (৩ জুন) দুপুরে শিবচর থানাধীন সূর্য্যনগর বাজার সংলগ্ন ফ্লাইওভার এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়।
আসামি সাগর মৃধার (২২) বাড়ি মুন্সিগঞ্জের সিরাজদিখান থানা এলাকায়।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।