রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) শাহ মখদুম থানার অভিযানে ১০০টি ইয়াবা বড়িসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ মার্চ) রাতে নগরীর শাহ মখদুম থানাধীন পবা নতুনপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আসামি মো. রাসেলকে (৩২) গ্রেপ্তার করা হয়।
শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।