সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে ৩৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে নগরীর শাহ পরান থানাধীন মেজরটিলা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি মো. মইনুল ইসলামের (৩৪) বাড়ি সিলেটের বিশ্বনাথ থানা এলাকায়।
শাহ পরান থানার উপপরিদর্শক (এসআই) মো. ইবাদুল্লাহ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।