সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহ পরান (রহ.) থানার অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ মে) রাতে শাহ পরান থানাধীন শাহ পরান (রহ.) মাজারের পুকুরপাড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আসামি লেচু খানের (৫৫) বাড়ি শাহ পরান থানা এলাকায়।
শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে।