চাঁদপুরের শাহরাস্তি থানার সদস্যরা অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (৪ জুন) সকালে শাহরাস্তি থানাধীন কাকৈরতলা এলাকার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সংযোগ সড়ক থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।
আসামিরা হলেন মো. বিল্লাল হোসেন (৩৪) ও মো. মাকছুদ হোসেন (৩০)। তাঁদের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানা এলাকায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে শাহরাস্তি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।