দুই আসামি এবং জব্দ করা স্বর্ণ। ছবি : বাংলাদেশ পুলিশ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বিমানবন্দর এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সোমবার (২৭ নভেম্বর) ভোরের দিকে বিমানবন্দরের ১ নম্বর টার্মিনাল থেকে আসামিদের আটক করা হয়। তারা হলেন ফারুক (৫২) ও রাণী আক্তার।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, সোমবার ভোরের দিকে বিমানবন্দরের কার পার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিলেন দুই আসামি। এ সময় তাঁদের আটক করে এপিবিএন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার যৌথ দল। আসামি ফারুকের কাছ থেকে ৭৯৬ গ্রাম এবং রাণীর কাছ থেকে ৮০১ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়। স্বর্ণ সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা। এসব স্বর্ণের আনুমানিক দাম ১ কোটি ৪০ লাখ টাকা।

আসামিদের জিজ্ঞাসাবাদের বরাতে এপিবিএনের এই কর্মকর্তা জানান, আসামিরা স্বর্ণ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘ দিন ধরে স্বর্ণ পাচার করে আসছেন। এমদাদ নামের এক ব্যক্তির কাছ থেকে এসব স্বর্ণ সংগ্রহ করেন আসামিরা। সোলাইমান নামের এক সৌদি প্রবাসী শুল্ক ফাঁকি দিয়ে এসব স্বর্ণ বাংলাদেশে পাঠিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করে আসামিদের গ্রেপ্তার দেখানো হয়েছে।