সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষে ভর্তি কার্যক্রমে জালিয়াতির অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর নাম ইকবাল হোসেন সাঈদ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ‘বি’ ইউনিটের ভর্তি কার্যক্রমে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি। খবর বাংলাদেশ প্রতিদিনের।
আটককৃত ওই যুবক চট্টগ্রামের চকরিয়া থানার বাসিন্দা।
আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু হেনা পহিল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ভর্তি জালিয়াতির প্রাথমিক সত্যতা থাকায় তাঁকে ভর্তি কমিটি আটক করে। আটককৃত শিক্ষার্থীই মূল রেজিস্ট্রেশনকারী। তাঁর হয়ে অন্য কেউ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তিনি পরীক্ষায় অংশ নেয়নি।
‘এ কাজে তাঁকে দুজন সহযোগিতা করেছেন। তবে কে বা কারা তাঁকে সহযোগিতা করেছেন, তা স্বীকার করেননি। তবে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য প্রক্টর অফিসে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’