রাজধানীর শাহআলী এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহআলী থানা-পুলিশ।
গ্রেপ্তার আসামিরা হলেন রিয়াজুল হক আকাশ ওরফে রাসেল ও মো. মেরু।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান জানান, গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাহআলী থানার খ ব্লক এলাকা থেকে ৩০ গ্রাম হেরোইনসহ রিয়াজুলকে গ্রেপ্তার করা হয়।
অপর এক অভিযানে রাত ১০টার দিকে শাহআলী থানার রাইনখোলা মোড় এলাকা থেকে ৩০০ গ্রাম গাঁজাসহ মেরুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে শাহআলী থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।