চাঞ্চল্যকর শামীম তালুকদার হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
গত শুক্রবার (৭ জুন) নগরীতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। আসামি আলমগীরের (২৫) বাড়ি নগরীর খুলনা থানা এলাকায়।
কেএমপি ডিবি জানায়, ৫ জুন রাতে নগরীর খালিশপুর থানাধীন জোড়াগেট রেললাইন এলাকায় শামীমকে গুলি চালিয়ে হত্যা করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। এ ঘটনায় শুক্রবার মামলা করা হয়। তদন্তের একপর্যায়ে অভিযান চালিয়ে আসামি আলমগীরকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।