ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসায় স্থানীয় সময় শুক্রবার মনুসকোতে অনবদ্য ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের একমাত্র নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১কে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়। ছবিতে ব্যানএফপিইউ-১-এর এক সদস্যকে পরিয়ে দেওয়া হচ্ছে পদক। ছবি: বাংলাদেশ পুলিশ

জাতিসংঘ শান্তিরক্ষায় অবদানের জন্য বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ তথা ব্যানএফপিইউ-১-এর রোটেশন-১৬কে জাতিসংঘ শান্তিরক্ষা পদক প্রদান করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র তথা ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম তথা মনুসকোতে অনবদ্য ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের একমাত্র নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১কে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়েছে।

পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কন্টিনজেন্টের সব সদস্যকে পদক প্রদান করেন ডিআর কঙ্গো মনুসকোর পুলিশ কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোডি বেরেথ। ওই সময় ৭৬ জন নারী সদস্যসহ কন্টিনজেন্ট কমান্ডার (পুলিশ সুপার) মারুফা ইয়াসমিনের নেতৃত্বে ব্যানএফপিইউ-১-এর ১৭৭ জন সদস্য জাতিসংঘ পদক গ্রহণ করেন।

ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসায় স্থানীয় সময় শুক্রবার মনুসকোতে অনবদ্য ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের একমাত্র নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১কে জাতিসংঘ পদক প্রদান অনুষ্ঠানের একটি মুহূর্ত। ছবি: বাংলাদেশ পুলিশ

অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কমিশনার কঙ্গোর সাম্প্রতিক জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাসহ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদানের জন্য এ কন্টিনজেন্টের প্রত্যেক সদস্যকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়া তিনি নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে জাতিসংঘ গৃহীত নীতিমালা বাস্তবায়নে ব্যানএফপিইউ-১ তথা বাংলাদেশ পুলিশের নারী সদস্যদের সমর্থন ও অংশগ্রহণের ভূয়সী প্রশংসা করেন।

ওই সময় তিনি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে জাতিসংঘের সুদীর্ঘ পথপরিক্রমায় বাংলাদেশ পুলিশের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ পুলিশের সদস্যদের পেশাদারত্ব, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন।

তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কন্টিনজেন্ট কমান্ডার (পুলিশ সুপার) মারুফা ইয়াসমিন। তিনি তাঁর বক্তব্যে প্রধান অতিথি কঙ্গোর ন্যাশনাল পুলিশের (পিএনসি) জ্যেষ্ঠ কর্মকর্তা ও উপস্থিত আমন্ত্রিত অতিথিদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআর কঙ্গো মনুসকোর এসআরএসজি প্রতিনিধি সোরায়া আদুয়ানে, এমসিওএস, ডিআর কঙ্গো মনুসকোর জেন্ডার অ্যাডভাইজার মিরেয়িলে লরিয়ার আফা’আ মিন্দজি, মনুসকোর উইমেন পুলিশ নেটওয়ার্ক প্রেসিডেন্ট মারিয়ামা, মনুসকোর জ্যেষ্ঠ কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্যারেড মার্শালের দায়িত্ব পালন করেন অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার ফারজিনা নাসরিন।

ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসায় স্থানীয় সময় শুক্রবার মনুসকোতে অনবদ্য ভূমিকা রাখায় বাংলাদেশ পুলিশের একমাত্র নারী কন্টিনজেন্ট ব্যানএফপিইউ-১কে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়। ছবিতে ব্যানএফপিইউ-১-এর এক সদস্যকে পরিয়ে দেওয়া হচ্ছে পদক। ছবি: বাংলাদেশ পুলিশ

এ অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার শরীফা আক্তার।

কন্টিনজেন্ট কমান্ডার পুলিশ সুপার মারুফা ইয়াসমিনের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে মেডেল প্যারেড কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

এ কন্টিনজেন্ট গত বছরের ২৬ ফেব্রুয়ারি থেকে কঙ্গোর রাজধানী কিনশাসায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সঙ্গে তাঁদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে।